মালদহে রেশম চাষীদের জীবাণু নাশক সহ অন্যান্য সামগ্রী বিলি করা হল।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ   :: বুধবার ২০,ডিসেম্বর :: মালদা জেলা রেশম বিভাগের উদ্যোগে সুজাপুর রেশম অফিসে রেশম চাষীদের জীবাণু নাশক সহ অন্যান্য সামগ্রী বিলি করা হয়। মালদা জেলার ১৫০০ রেশম চাষীকে এবছর সিল্ক সমগ্র ২ প্রকল্পের অধীনে জীবাণু নাশক সহ অন্যান্য সামগ্রী বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে I
তাঁরই অঙ্গ হিসাবে বুধবার সুজাপুর রেশম অফিসে ২৪৮ রেশম চাষীর হাতে সামগ্রী তুলে দেওয়া হয় I উপস্থিত ছিলেন রেশম বিভাগের উপ অধিকর্তা উশা দাস, একাউন্টস অফিসার প্রদ্যুৎ ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি তোসলেমা খাতুন ,রেশম বিভাগের আধিকারিক শেখর চক্রবর্তি সহ একাধিক রেশম চাষী I

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =