কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২০,ডিসেম্বর :: মালদা জেলা রেশম বিভাগের উদ্যোগে সুজাপুর রেশম অফিসে রেশম চাষীদের জীবাণু নাশক সহ অন্যান্য সামগ্রী বিলি করা হয়। মালদা জেলার ১৫০০ রেশম চাষীকে এবছর সিল্ক সমগ্র ২ প্রকল্পের অধীনে জীবাণু নাশক সহ অন্যান্য সামগ্রী বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে I
