মালদহে রেশম শিল্প দপ্তর-এর উদ্যোগে রেশম শিল্পের ওপর প্রশিক্ষণ মহিলাদের

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রেশম শিল্প দপ্তর-এর উদ্যোগে SHG,SE দপ্তরের আর্থিক সহায়তায় মালদা শহরের রবীন্দ্র এভিনিউ পেডি রেশম কাটায় বিদ্যালয়ে মহিলাদের স্বনির্ভর করতে উন্নত মানের রেশম কাটায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । যেখানে মালদার কালিয়াচক ,মোথাবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে কুড়ি জন মহিলা এই প্রশিক্ষণ শিবিরের অংশগ্রহণ করেছে। এক মাস ধরে চলছে এই প্রশিক্ষণ শিবির।

মালদা পেডি রেশম কাটায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক অর্চনা চক্রবর্তী জানান, রেশম দফতরের উদ্যোগে এস এইচ জি ও এস ই দপ্তরের আর্থিক সহযোগিতায় এখানে উন্নত মানের রেশম কাটাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । এক মাস ধরে চলছে এই প্রশিক্ষণ শিবিরে কালিয়াচক , মোথাবাড়ি থেকে কুড়ি জন মহিলা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে ।

রেশন দপ্তর এর উদ্যোগে ও এস এইচ ও এস ই দপ্তরে আর্থিক সহায়তায় এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী মহিলাদেরকে গুটি থেকে শুরু করে কিভাবে সুতো কাটা হয় তার সবটাই প্রশিক্ষণ মহিলাদেরকে দিচ্ছেন দপ্তরের টেকনিশিয়ানরা । দপ্তরের লক্ষ্য মহিলারাই সেখান থেকে আগামী দিনে রেশমের উপরে কাজ করতে পারে সেটাই আমাদের লক্ষ্য

প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী রাখি ঋষি জানান গুটিপোকা থেকে কিভাবে সুতো তৈরি করা হয় ।সুতো কিভাবে কাটা হয় সে সমস্ত বিষয়ে আমরা এ প্রশিক্ষণে এসে শিখছি আগামী দিনে যাতে আমরা মালদার রেশম সুতো থেকে চাদর ,বেনারসি শাড়ি , জামা তৈরি হয় আমরা এ কাজ শিখছি যাতে আমরা নিজেরাই কাজটা করতে পারি পাশাপাশি আরও অন্যদেরকেও এ কাজটা শেখাতে পারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =