মালদহে সালিশি সভায় ধারালো অস্ত্রের কোপ মৃত দুই আহত বেশ কয়েকজন

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২২শে,এপ্রিল :: শ্রমিক সরবারহকে কেন্দ্র করে বিবাদ।সেই বিবাদের মিমাংসা করতে গ্রামে বসে সালিশি সভা।আর সেই সভার মধ্যে একের পর এক ধারালো অস্ত্রের কোপ।মৃত দুই আহত বেশ কয়েকজন।সালিশি সভায় রক্তারক্তি কান্ড। মালদহের কালিয়াচক থানার বিবি গ্রাম এলাকার ঘটনা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সাজিম সেখ(২১)। জামিউল শেখ (২৫)। আহতরা হলেন শাহজাহান শেখ (২২) তারিখ শেখ (২৮)।শ্রমিক ঠিকাদার রাজস্থানে পাঠানোর জন্যে দাদনের টাকা নিয়ে গোলমাল।বকেয়া টাকা আদায়ের জন্যে সালিসি সভা ডাকা হয়। সেখানে লেবার কন্ট্রাক্টরকেও ডাকা হয় ।

এরই মধ্যে ঠিকাদারের কিছু লোকজন ধারাল অস্ত্র নিয়ে দুই শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারাল অস্ত্র নিয়ে।এরপর সভার মধ্যেই একের পর এক ধারালো অস্ত্রের কোপ মারা হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত সয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মালদহ মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসকেরা দুইজনকে মৃত ঘোষনা করে। একজন গুরুত্বর আহত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =