মালদহে স্কুলের পোশাক তৈরির বরাত না মেলায় জেলা প্রশাসনিক ভবন ঘেরাও

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: জেলার বিভিন্ন সরকারি স্কুলের পোশাক তৈরির বরাত না মেলায় জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখানো মালদা জেলা সংঘ সমবায় মহিলা সমিতির সদস্যরা ।

সোমবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর ওই সংস্থার মহিলারা। পরে জেলাশাসক রাজর্ষি মিত্রের কাছে বিভিন্ন দাবি-দাওয়া বিষয় নিয়ে ওই সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়।

ওই মহিলা গোষ্ঠীর এক সদস্য সেলিমা বিবি জানিয়েছেন, জেলায় প্রায় ১৪০ টি তাদের স্বনির্ভর গোষ্ঠীর দল রয়েছে। যারা মালদা জেলা সংঘ সমবায় সমিতির সঙ্গে জড়িত রয়েছেন। প্রতি বছরই এই সব দলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বাড়িতে সেলাই মেশিনের মাধ্যমে স্কুল পোশাক তৈরি করে থাকেন। কিন্তু এবছর মাত্র ২৫ টি গোষ্ঠীকে স্কুল পোশাক তৈরির বরাত দেওয়া হয়েছে । বাকি গোষ্ঠীগুলি সেই কাজ পায় নি ।

অধিকাংশ গোষ্ঠীর মহিলা সদস্যরা লোন নিয়ে সেলাই মেশিন কিনেছেন। কিন্তু এখন সেই লোনের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাই এদিন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সরকারি নিয়ম মেনে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের স্কুল পোশাক তৈরির কাজ দেওয়া হোক । এদিন এই দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =