মালদহে ১০০ দিনের প্রকল্পের কংক্রিট ঢালাই রাস্তার কাজের নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: একশ  দিনের প্রকল্পের কংক্রিট ঢালাই রাস্তা কাজের নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ১ব্লকের মকদমপুর পঞ্চায়েতের মোবারকপূর গ্রামে শনিবার। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর ব্লক প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ, মোবারকপূর গ্রামে বেহাল রাস্তা নির্মাণের জন্য চাঁচল ১ পঞ্চায়েত সমিতির দফতর থেকে ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে তিন লক্ষ্য টাকা বরাদ্দে ৯০ মিটার একটি কংক্রিট ঢালাই রাস্তার কাজ করেন এক ঠিকাদার।

অভিযোগ সিডিউল অনুযায়ী ওই রাস্তাটির কাজ হচ্ছে না।নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করেছেন ওই ঠিকাদার।

লাল বালির পরিবর্তে মহানন্দা নদীর সাদা বালি দিয়ে রাস্তা নির্মাণের কাজ করছে।বর্ষাকালে এই রাস্তা জলে ধূয়ে যাবে।রাস্তা পুনঃ সংস্কারের দাবিতে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।মকদমপুর পঞ্চায়েত ও চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে।তাদের তত্বাবধানেই কাজ চলছে।তাই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণে কংগ্রেসকে তোপ দেগেছেন চাঁচলের শাসকদলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।

নীহার বলেন,একবার নয়,বারবার মকদমপুর পঞ্চায়েত এলাকায় নিম্নমানের সামগ্রি দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠে আসছে।কংগ্রেসের নীতিগুলো এখানেই স্পষ্ট হয়ে আসছে।ব্লক প্রশাসনের সাথে কথা বলব।

পাল্টা বক্তব্যে চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলেন,চাঁচলে কংগ্রেসের একটি মাত্র পঞ্চায়েত মকদমপুর। বাকি আরও সাতটি পঞ্চায়েত তৃণমূলের দখলে।

সেই পঞ্চায়েত গুলিতেও সাদা বালি দিয়ে রমরমিয়ে কংক্রিটের রাস্তা করা হচ্ছে ।চাঁচল -১ ব্লকের বিডিও সমীরন ভট্টাচার্য‍্য বলেনে,অভিযোগ প্রমানিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eleven =