মালদহে ৫৬টি স্কুলকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে- ৫৬টি স্কুলের মধ্যে প্রায় ২০টি অতি স্পর্শকাতর, দাবি সংসদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৬,ফেব্রুয়ারি :: অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারে জেলায় ৪২হাজার ৩১২জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে, ছাত্র ১৭হাজার ৯৫৫ এবং ছাত্রী ২৪হাজার ৩৫৭ জন রয়েছেন।

জেলায় মোট ১৩১টি স্কুলে পরীক্ষা হবে। এর মধ্যে, ৫৬টি স্কুলকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৫৬টি স্কুলের মধ্যে প্রায় ২০টি অতি স্পর্শকাতর, দাবি সংসদের। তাদের দাবি, কালিয়াচক, মানিকচক, রতুয়া, ইংরেজবাজারের একাংশ স্কুল অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে।

এ বারের উচ্চ মাধ্যমিকের শুরু থেকেই সংসদ পরীক্ষাকেন্দ্র মোবাইল নিয়ে প্রবেশ রুখতে তৎপর, দাবি কর্তৃপক্ষের। কারণ, এ বারের মাধ্যমিকে বাংলা, ইংরেজির মতো পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে জেলার ২০ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। এমনকি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে ছুটে আসতে হয় মালদহে।

প্রশাসনের দাবি, মাধ্যমিকে হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশ্নফাঁসের চক্রেরও হদিশ মিলেছিল। সে চক্রের সঙ্গে জড়িত মানিকচকের গৃহশিক্ষক জীবন সাহাকে গ্রেফতার করা হয়েছিল। তাই, উচ্চ মাধ্যমিকে সংসদের পাশাপাশি নজরদারি চালাবে পুলিশ, প্রশাসনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =