কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৮,জানুয়ারি :: মাত্র আট মাস আগে চালু হয়েছিল পরিশ্রুত পানীয় জলাধার। কিন্তু ৮ মাসের মাথায় হুড়মুড়িয়ে ভেঙে পড়লে জলের ট্যাঙ্ক। কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন এলাকাবাসী। জলাধারের এহেন অবস্থায় মাথায় হাত পড়েছে প্রায় ২০০ পরিবারের।
মালদা রতুয়া ২ নম্বর ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বরকোল মনসা মন্দির সংলগ্ন এলাকায় সাংসদ খগেন মুর্মুর তহবিল থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক বসানো হয়। জলের ট্যাঙ্ক হওয়ায় মুখে হাসি ফুটেছিল গরিব পরিবারগুলোর। কারণ জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক হওয়ায় টিউবেলের জল তারা খেতে পারছিলেন না। আবার জল কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। এরকম পরিস্থিতিতে একটি বিশুদ্ধ জলের ট্যাংক পেয়ে খুশি ছিলেন এলাকাবাসীরা।
কিন্তু বিপত্তি ঘটে শুক্রবার সকাল বেলা। জলের চাপ সহ্য করতে না পেরে ফেটে যায় জলাধারটি। কিন্তু প্রশ্ন হল এত টাকা ব্যয়বহুল একটি জলাধার মাত্র ৮ মাসের মাথায় কিভাবে ভেঙে পড়ে যায়। তাহলে কি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল জলাধারটি! কোথাও যেন দুর্নীতির গন্ধ পাচ্ছেন এলাকাবাসী।