নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২১,জুন :: জঞ্জাল ফেলার জন্যেও এবার থেকে দিতে হবে টাকা। শহরের বাসিন্দাদের দৈনিক হিসাবে এই টাকা পুরসভায় দিতে হবে। এমনি সিদ্ধান্ত এবার নিতে চলেছে মালদহের ইংরেজবাজার পুরসভার। এই প্রথম ইংরেজবাজার পুরসভার বাসিন্দাদের জঞ্জাল পরিষ্কারের জন্য পুরসভাকে কর দিতে হবে।
যদিও এখনও কার্যকর হয়নি এই সিদ্ধান্ত। ইতিমধ্যে পুরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। হয়তো খুব শিগগিরই এই নতুন পুর কর চালু হতে চলেছে ইংরেজবাজার শহরে।
শুধুমাত্র বাড়ির জঞ্জাল ফেলার জন্য নয়, শহরের হোটেল, রেস্তোরাঁ সহ অন্যান্য ব্যানিজিক প্রতিষ্ঠান গুলিকেও এই কর দিতে হবে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাড়ির জঞ্জাল সংগ্রহের ক্ষেত্রে দৈনিক এক টাকা করে কর ধার্য করা হয়েছে। বিভিন্ন ব্যানিজিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে দৈনিক পাঁচ টাকা দিতে হবে। এছাড়াও হোটেল ও রেস্তোরাঁর ক্ষেত্রে দৈনিক ২৫ টাকা করে পুরসভাকে কর দিতে হবে জঞ্জাল সংগ্রহের জন্য। ’