নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৩০,নভেম্বর :: রদবদলের পরেই শুভেচ্ছা দিতে আসছেন সকলেই,অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও তৃণমূলের রদ বদল।জেলা তৃণমূলের নতুন যুব সভাপতির দায়িত্ব পেলেন বিশ্বজিৎ মন্ডল। এর আগে এই দায়িত্বে ছিলেন বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার। তাকে সরিয়ে রাজ্য নেতৃত্ব এবার যুবর দায়িত্বে দিয়েছেন বিশ্বজিৎ বাবুকে।
