মালদহ জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পথ দুর্ঘটনায় মৃত মালদার ২১টি পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৪,ডিসেম্বর :: রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগ এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন পথ দুর্ঘটনায় মৃত মালদার ২১টি পরিবারের হাতে দুই লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হলো।

মালদার কালেক্টরেট ভবনে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ বিশিষ্ট জনেরা।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিভিন্ন সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল যাদের, সেই সমস্ত মৃতদের পরিবারকে সহযোগিতা করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে মালদা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পথদুর্ঘটনা শিকার হয়েছেন বহু পরিবার ।

আবার যানবাহনে চলাচল করতে গিয়েও মৃত্যু হয়েছে অনেক দুঃস্থ পরিবারের কর্তাদের। সেই দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই এসব দুঃস্থ পরিবারের হাতেই দুই লক্ষ টাকা করে চেক তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =