মালদহ টোলা কাটাহা দিয়ারা বাসন্তী সংঘের উদ্যোগে দ’দিন ব্যাপি আট দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল

কুমার মাধব    :: সংবাদ প্রবাহ :: মালদহ   :: রবিবার ১০,ডিসেম্বর ::  প্রতিবছরের মত এবছরও মহানন্দ টোলা কাটাহা দিয়ারা বাসন্তী সংঘের উদ্যোগে দ’দিন ব্যাপি আট দলীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়ে গেল শনিবার। শুক্রবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়।
এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া-১ নাম্বার ব্লকের বিডিও রাকেশ টোপ্পো, রতুয়া থানার আইসি সঞ্জয় দত্ত, রতুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান সহ অন্যান্যরা। শনিবার ছিল অন্তিম পর্যায়ের খেলা। রাজ্যের বিভিন্ন জেলার ফুটবল দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় আসাম দাদাভাই সংঘ ও বালুরঘাট ত্রিশক্তি ক্লাব। প্রায় ৩০ মিনিটের খেলায় তিন ৩-০ গোলে আসাম দাদাভাই সংঘ জয় লাভ করে।
ফাইনাল খেলার শুরুর আগে ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ফাইনালের দিন উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, বিজেপি নেতা অম্লান ভাদুড়ী, মহানন্দটোলা পুলিশ ফাঁড়ি ইনচার্জ সায়ন সরকার, কাটাহা দিয়ারা বাসন্তী সংঘের সম্পাদক বচ্চন ঘোষ, সভাপতি দশরথ যাদব সহ বিশিষ্টজনেরা।
বিজয়ী দল অসাম দাদাভাই সংঘ হাতে প্রথম পুরস্কার হিসেবে ৩১ হাজার টাকা ও সঙ্গে একটি ট্রফি তুলে দেওয়া হয়। দ্বিতীয় বিজয়ী দল বালুরঘাট ত্রিশক্তি ক্লাবের সদস্যদের হাতে নগদ ২১ হাজার টাকা সঙ্গে একটি ট্রফি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eighteen =