মালদহ :: পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতা গড়ে তুলতে সাজানো হয়েছে ট্যাবলো, পুলিশের উদ্যোগকে কুর্নিশ এলাকাবাসীর

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ২ রা মার্চ :: নবরূপে সেজে উঠেছে থানা। থানার দেওয়ালে লেখা বিভিন্ন সচেতনতা মূলক বার্তা।মূল ফটকে ঢুকতেই সাজানো হয়েছে ট্যাবলো।পুলিশের এই উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছে এলাকার সকলে।দিনের পর দিন বাড়ছে পথ দুর্ঘটনা।যুব সমাজের মধ্যে বাড়ছে বেপরোয়া গতিতে মোটর-বাইক চালানোর প্রবণতা।

যার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা-গ্রস্ত হতে হচ্ছে যুবকদের।চলে যাচ্ছে তরতাজা প্রাণ।আর পথ দুর্ঘটনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন। আর সেই ক্যাম্পেনকেই এবার দারুন ভাবে তুলে ধরলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় দিনের পর দিন দুর্ঘটনা বাড়তে থাকার ফলে যুব সমাজকে সচেতন করতে এই ধরনের উদ্যোগ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানিয়েছেন রাস্তায় মোটর বাইক নিয়ে বেরোলে হেলমেট পরা বাধ্যতামূলক।কোন বাইক আরোহী সেই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seven =