নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৬,নভেম্বর :: ভিলেজ পুলিশের ব্যক্তিগত চারচাকার ধাক্কায় মৃত্যু ২ জনের।জখম আরও ২। জখম হয়েছে ভিলেজ পুলিশও। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের গ্রামীণ রাস্তায়। পুলিস সূত্রে জানা যায় নিহতরা হলেন শেখ মহম্মদ (৬০) ও দানেশা বিবি(৫২)। বাড়ি শীতলপুরেই।
