নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ৩১,জুলাই :: যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা।পাশাপাশি আরেকটি যাত্রী পত্রীক্ষালয়ের জায়গা দখল করে রাখার অভিযোগ।রোদ্র বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকার।
স্থানীয়দের অভিযোগ,বটতলা ও লক্ষণপুরে একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে।কিন্তু বটতলার যাত্রী প্রতীক্ষালয়টি কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।লক্ষণপুরের যাত্রী প্রতীক্ষালয়টি সেটি রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে হবে।কিন্তু এক বছর কেটে গেলেও এখনো কোনো সেখানে প্রতীক্ষালয় করা হয়নি।
সেখানকার কিছুটা জায়গা দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ।বাম আমলের তৈরি এই দুটি যাত্রী প্রতীক্ষালয়।পঞ্চায়েতে ও ব্লক প্রশাসনের কোন নজর নাই।তাই বটতলার যাত্রী প্রতীক্ষালয় একটি দ্রুত সংস্কার ও লক্ষণপুরে নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীরা।