মালদহ রেলওয়ে স্টেশনে বন্দেভারত স্লিপারের উদ্বোধন ঘিরে বিরাট কর্ম ব্যস্ততা।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৬,জানুয়ারি :: মালদহ রেলওয়ে স্টেশনে বন্দেভারত স্লিপারের উদ্বোধন ঘিরে বিরাট কর্ম ব্যস্ততা।

১৭ ই জানুয়ারি অর্থাৎ আগামীকাল ঝাড়খণ্ডের কলাইকুন্ডা থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় লক্ষণ সেন স্টেডিয়ামে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখান থেকে গাড়িতে করে সোজা চলে যাবেন মালদা টাউন স্টেশনে, সেখানেই বন্দে ভারত, অমৃত ভারত সহ ১০ টি ট্রেন রাজ্যবাসীকে উপহার দেবেন এবং বেশ কিছু স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলবেন।তারপর সেখান থেকে আবার লক্ষণ সেন স্টেডিয়ামে গিয়ে হেলিকপ্টারে করে সোজা চলে যাবেন পুরাতন মালদার সাহাপুর বাইপাস নিত্যানন্দপুর দলীয় জনসভায় যোগ দেবেন।

জনসভা শেষে তারপর প্রায় আড়াইটা নাগাদ সেখান থেকেই সেনাবাহিনীর হেলিকপ্টার করে চলে যাবেন গোহাটিতে।গোটা স্টেশন চত্তর কঠোর নিরাপত্তয় মুড়ে ফেলা হয়েছে। স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশী।

রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার মালদহ রেলওয়ে ডিভিশনের ডিআরএম মনীষ কুমার গুপ্তা রেল স্টেশনের বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি সহ নিরাপত্ত বিষয়টি খতিয়ে দেখেন।

আরপিএফ রক্ষীদের পুরো স্টেশন চত্তরে মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে শেষ বারের মত।

সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেন। একসঙ্গে ৮০০ জন যাত্রী যাত্রা করতে পারবেন। ১৮০ কিলোমিটার গতিতে মাত্র ১৪ ঘণ্টায় হাওড়া থেকে গোহাটি পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =