মালদহ শহরের বুকে আবারও পুলিশের মানবিক রূপ প্রকাশ পেলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৭ই,এপ্রিল :: শহরের বুকে আবারও পুলিশের মানবিক রূপ প্রকাশ পেলো। মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি মোড়ে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে পড়ে ছিল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বয়স ৩৪ বা ৩৫। দিনের পর দিন অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেও না দেখার ভান করে মুখ ফিরিয়েছে ব্যস্ততম সমাজ।

তবে নজর এড়াতে পারেন নি একজন পুলিশ অফিসার। তার বাড়ি এবং তার পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারেননি সেই ব্যক্তি। কথায় মধ্যে অসামঞ্জস্যতা মেলায় ওই পুলিশ অফিসার বুঝতে পারেন হয়তো তিনি মানসিক ভারসাম্যহীন। পায়ের নিচে একাংশে ঘা হয়ে গেছে । তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে তার প্রয়োজনীয় চিকিৎসা করান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

এখানেই থামেননি পুলিশ অফিসার, তার মাথার চুল কেটে, স্নান করিয়ে, পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে ধীরে ধীরে সুস্থ্ রূপ ফিরিয়ে দেন ওই পুলিশ অফিসার। দুবেলা সে যাতে ঠিক মতো খেতে পারে নিশ্চিত করতে তাকে নিয়ে যান হোমে। সেখানে কিছুদিন চিকিৎসার পর এবার ইংরেজবাজার থানা থেকে রওনা করানো হল বহরমপুর মেন্টাল হাসপাতালে ।

পুলিশের এই সহযোগিতায় ও মানবিকতার পরশ ছোঁয়ায় আগামী দিনে মানসিক ভাবে সুস্থ্ হয়ে বাড়ি ফিরতে পারে ওই যুবক, এই তৃপ্তি পেতেই এগিয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত জানালেন রথবাড়ি আউট পোস্ট এর দায়িত্বপ্রাপ্ত অফিসার সত্যব্রত ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 14 =