কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৪,নভেম্বর :: বুধবার দিন দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সাদলিচক অঞ্চল যুব তৃণমুল কংগ্রেসের উদ্যোগে সাদলিচক তালগ্রাম হাটে শুরু হলো সাদলিচক অঞ্চল সুপার কাপ ২০২৩। এদিন জাতীয় সঙ্গীত ও এলাকার খুদে শিল্পীদের নিয়ে ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের প্রথম খেলা হয় ইউনিক ক্লাব কনকনিয়া একাদশ বনাম যাত্রাডাঙা একাদশ খেলা হয়। খেলায় ৩ – ০ গোলের ব্যবধানে যাত্রাডাঙা একাদশ জয়লাভ করে।২টি গোল করে মেন অফ দ্য ম্যাচ হয় যাত্রাডাঙা একাদশ এর খেলোয়াড় মহ: ইরফান। এদিনের সুপার কাপ উদ্বোধনী খেলাতে দর্শক ছিল চোখে পড়ার মতো।