নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মালদহ :: শনিবার ০২,ডিসেম্বর :: পাকা বাড়ির আশায় বাড়ি ভেঙ্গে আশ্রয় নিয়েছেন ভাড়া বাড়িতে। কেউ বা খোলা জায়গায় তিরপাল খাটিয়ে রয়েছেন। বাড়ির কাজ শুরু করেছিলেন বছর খানেক আগে। কিন্তু সরকারি বাড়ি তৈরির টাকা কেউ এক কিস্তি কেউ দুই বা তিন কিস্তি পেয়ে আর টাকা পাননি।


শনিবার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ধানহাটি চৈতন্য মোড়ে অবস্থান বিক্ষোভে বসে তৃনমুল। স্থানীয় দুই কাউন্সিলর বিশ্বজিত হালদার ও শত্রুঘ্ন সিংহ বর্মার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচী চলে। হাউস ফর অল প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তারা।