মালদায় আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৪,এপ্রিল :: মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ডাকে মালদায় বেশ কিছু কর্মসূচিতে অংশ নিতে মালদায় আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাই মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, মালদা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সাহা, সোমেশ দাস, প্রণব ভট্টাচার্য প্রমূখ।

সদ্য শেষ হয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত নবম নেতাজী সুভাষ স্টেট গেমস। ২৯টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় মালদা জেলার বিভিন্ন ময়দানে। সাফল্য পায় মালদা জেলার বহু মহিলা ও পুরুষ খেলোয়াড়। এদিন এই প্রস্তুতি সভা থেকে সকল কর্মকর্তাদের অভিবাদন জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।

পাশাপাশি তিনি জানান ১৪ এপ্রিল সোমবার মালদা জেলা সফরে আসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ঐদিন তিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে মালদায় পৌঁছাবেন। সেখান থেকে তাকে ব়্যালি করে নিয়ে আসা হবে বেসরকারি হোটেলে।

সেখানে বিশ্রাম নেওয়ার পর তিনি ঘুরে দেখবেন মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দান। পরে মালদা কলেজ অডিটোরিয়ামে ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন ক্লাব ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি আলোচনা সভায় যোগ দেবেন তিনি।

স্টেট গেমসে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। এছাড়াও আরো কিছু কর্মসূচি রয়েছে বলে জানান মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twenty =