নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৬,সেপ্টেম্বর :: চাঞ্চল্যকর ঘটন। মালদায় চাষের জমিতে নরকঙ্কাল উদ্ধার। নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল মালদার রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায়।
জানা গেছে, রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড়ো বড়ো গাছ ছিল। কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তোড়জোর শুরু হয়েছে। তাই কলাই চাষের জন্য শনিবার সকাল থেকে জমি প্রস্তুতকরণের কাজ করছিলেন। ওই’ এলাকার মহম্মদ জাহিরুদ্দিন নামে এক চাষী।তিনি জমি প্রস্তুত করতে গিয়ে জমি চাষ করছিলেন। ওই সময় হঠাৎ করেই মাটির নিচে থেকে হাড়গোড় সমেত একটি ন*রকঙ্কা*ল উঠে আসে বলে খবর। তবে শুধু নরকঙ্কাল নয়। তার সঙ্গে একটি একটি চাকু এবং ওষুধের একটি খালি স্ট্রিপ উঠে আসে। যা দেখে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।
বিষয়টি অন্যদের জানান। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। জমি মালিকের অনুমান সম্ভবত পাট চাষের সময় কেউ বা কারা কাউকে খুন করে দেহ মাটিতে পুতে রেখেছিল। সেই পুতে রাখা দেহ আজ নরকঙ্কাল হয়ে উঠে আসে। তাই তিনি এই ঘটনার সঠিক তদন্ত দাবী করছেন।
এদিকে এই খবর পেয়ে রতুয়া থানার পুলিশ গিয়ে হাড়গোড় সমেত নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।