নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১০,এপ্রিল :: সোশ্যাল মিডিয়া ঘিরে শুধু বিজেপির সাংসদ তথা উওর মালদার বিজেপির প্রার্থী খগেন মুর্মুর বিতর্কিত ছবি।মালদায় প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সোমবার রাত থেকে চাঁচলের সিহিপুর গ্রামের তাঁর একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রচার শুরু করেছে তৃণমূল।
মঙ্গলবার সকাল থেকেই সে ছবি নিয়ে হইচই পড়েছে জেলা জুড়েই। একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। এদিন তৃণমূলের বিরুদ্ধে বিকৃত মানসিকতার অভিযোগ তুলেছেন খগেন। তিনি জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগেরও হুঁশিয়ারি দিয়েছেন। পাল্টা প্রচার শুরু করেছে তৃণমূলও।
সম্প্রতি, হবিবপুরের কেন্দপুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্যের পরেই, খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে মালদায়।