নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৩,জুন :: মালদায় বাজ পড়ে ১১ জনের মৃত্যুর ঘটনাযর পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ ও প্রশাসন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরের জন প্রতিনিধিদের নিয়ে সচেতনতা মূলক প্রচার চালানো শুরু করলো জেলা পুলিশ ও প্রশাসন।
পাশাপাশি লিফলেট ছাপিয়েও গ্রামীণ এলাকাতেই মূলত সচেতনতা মূলক প্রচারে জোর দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। ঝড় – বৃষ্টির সময় বজ্রপাত ঠেকাতে সাধারণ মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে সে ব্যাপারেও জনসমক্ষে প্রচারের মাধ্যমে তুলে ধরছে প্রশাসন। আগামীতে যাতে কোনোরকম ভাবেই বজ্রপাতে অঘটন না ঘটে, সে ব্যাপারেও সাধারন মানুষদের সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, কয়েকদিন আগে ঝড়ের দাপটে আচমকাই বাজ পড়ে মৃত্যু হয় মালদার বিভিন্ন থানা এলাকার ১১ জনের। আর এই ঘটনার পরেই প্রশাসনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। যদিও রাজ্য সরকারের তরফ থেকে মৃতদের এককালীন ২ লক্ষ টাকা করে সহযোগিতা করা হয়। কিন্তু শুধু সহযোগিতায় নয়, মূলত গ্রামীণ এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগ রুখতেই মানুষকেই সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন।