নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: কোন দার্জিলিং-এর কমলাবাগানে নয়। মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে এমন কমলা। দুটি গাছে ফলেছে শতাধিক কমলা। এই বছর প্রথম নয়, গত তিন বছর ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে। তবে এই বছর সব থেকে বেশি ফলেছে। আকারে বড় খেতেও মিষ্টি মালদার ছাদ বাগানে উৎপাদিত এই কমলা।
মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝা। বাড়ির তিনতলার ছাদে তৈরি করেছে ছাদ বাগান। সেখানেই শখে গত চার বছর আগে দুইটি কমলালেবুর চারা লাগিয়েছিলেন তিনি। মালদার মাটিতে আদৌ কমলালেবুর গাছ হয় কিনা, পরীক্ষামূলক ভাবে তিনি গাছ লাগিয়েছিলেন। কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে। দুটি গাছেই তিন বছর ধরে কমলা ধরছে।
তাঁর ছাদবাগানের গাছের কমলা খেতে মিষ্টি, এমনকি আকারেও বড়। অনেকদিন রেখে এই কমলা খাওয়া যায়। পরীক্ষামূলক ভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন। মালদার মাটিতেও কমলা লেবুর বাগান তৈরি সম্ভব বলে জানান তিনি। ছাদ বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোন রাসায়নিক ব্যবহার করেননি তিনি। শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন।
নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি। যে কেউ ছাদ বাগানে ও এই কমলা গাছ লাগাতে পারেন। বেকার যুবকরা অল্প জায়গাতেই কমলা চাষ করে উপার্জন করতে পারবেন। ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে, তার দৃষ্টান্ত তৈরি করেছেন প্রাক্তন শিক্ষক।