মালদার আদিনা ডিয়ার ফরেস্টের ৯৩ টি হরিণের দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৬,জুন :: মালদা জেলায় এই প্রথম মালদার আদিনা ডিয়ার ফরেস্টের ৯৩ টি হরিণের দত্তক নিল দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি (ন্যাশনাল থার্মাল পাওয়ার সেন্টার) । ইতিমধ্যে আদিনা ডিয়ার ফরেস্টের হরিণগুলির বিভিন্ন পরিষেবা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ।

একটি অনুষ্ঠানের মাধ্যমে এনটিপিসির কমার্সিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস. বছরে প্রায় ১০ লক্ষ টাকার বিনিময়ে আদিনা ডিয়ার ফরেস্টের ৯৩ টি হরিণ দত্তক নেওয়ার কথা জানিয়েছেন। এদিকে মালদার বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আদিনা ডিয়ার ফরেস্টে ৯৩টি হরিণ দত্তক নিয়েছে এনটিপিসি কর্তৃপক্ষ। প্রতিবছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রায় ১০ লক্ষ টাকা করে হরিণের লালন – পালনের জন্য বরাদ্দ করেছে।

এছাড়াও আদিনা ডিয়ার ফরেস্টের হরিণগুলির চিকিৎসা পরিষেবা, প্রজনন মাত্রা বাড়ানোর ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা করবে এনটিপিসি কর্তৃপক্ষ। বনদপ্তরের সহযোগিতায় দত্তক নেওয়া ৯৩ টি হরিণের যেকোনো ধরনের মেডিসিন সংক্রান্ত পরিষেবা দেবে সংশ্লিষ্ট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।

এনটিপিসির কমার্শিয়াল জেনারেল ম্যানেজার সতীশ এস. জানিয়েছেন, মালদার আদিনা ডিয়ার ফরেস্টের ৯৩টি হরিণ দত্তক নেওয়া হয়েছে। আপাতত এই দত্তকের সময়সীমা এক বছর রাখা হয়েছে। পরবর্তীতে ভাবনা চিন্তা করে, আদিনা ডিয়ার পার্কের হরিণের দত্তকের সময়সীমাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =