কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদার ইংরেজবাজার ব্লকের পিরানাপির দরগায় যাওয়ার নতুন রাস্তার তৈরির কাজের শিল্যানাস করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
এই রাস্তা তৈরি শুভ সূচনার মুহূর্তে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পিরানাপির দরগায় যাওয়ার ক্ষেত্রে নতুন রাস্তা তৈরি করা হবে।
কিন্তু কাজ করার সময় কোনরকম মাতব্বরেরা বাধার সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না। সে যে দলেরই হোক না কেন। রাস্তার কাজে কোথাও বিঘ্ন ঘটলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দরকারে পুলিশের সাহায্য নিয়ে রাস্তার কাজ করা হবে।
শুক্রবার সকালে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাদুল্লাপুর সংলগ্ন পিরানাপির দরগার এই রাস্তার কাজের শুভ সূচনা কর্মসূচি গ্রহণ করা হয়। রাজ্যের মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন |
উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সী, সমর মুখার্জি, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী প্রমূখ।