কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: শহরে বা গ্রামাঞ্চলের মেলা-বাজারে হামেশাই বাই-সাইকেল চুরির ঘটনা শোনা যায়।অনেকেই আবার সাইকেলের খোঁজ না পেয়ে থানায় লিখিত অভিযোগ জানাচ্ছিলেন।তবে ওইসব চুরি যাওয়া সাইকেলগুলো কোথায় যেত?এই প্রশ্নের উত্তর খুঁজে বের করলো মালদহের চাঁচল থানার পুলিশ।
বহু চেষ্টা চালিয়ে ও গোপন সূত্রে খবর পেয়ে চাঁচলের একটি গোডাউন থেকে একাধিক সাইকেল উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ।ওই গোডাউন থেকে শনিবার রাতেই বিভিন্ন কোম্পানির প্রায় ৩০ টি সাইকেল উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিশ।যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
চাঁচল থানার আই.সি সুকুমার ঘোষ জানিয়েছেন,যারা সাইকেল চুরির লিখিত অভিযোগ জানিয়েছেন,তাদের উপযুক্ত নথি দেখে বাই-সাইকেলগুলি হস্তক্ষেপ করা হবে।চাঁচল থানা পুলিশের পক্ষ থেকে সাইকেল উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা চাঁচলে প্রশংসার বন্যা বয়েছে।