কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৬,অক্টোবর :: যে মেডিক্যাল কলেজের ছাত্রী আরজিকর কাণ্ডে নির্যাতিতা ছিলেন সেই কলেজের শিক্ষার্থীরা কনভেনশন করবেন বলে ঠিক করেছিলেন। গোটা পশ্চিমবঙ্গ থ্রেট কালচার চলছে আর এই থ্রেট কালচার দিয়েই প্রোগ্রাম বন্ধ করা হয়েছে। মানুষের কন্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এইভাবে আর কতদিন।
ঘূর্ণিঝড়ের রাত্রে মুখ্যমন্ত্রী সারারাত জেগেছেন নবান্নে, মুখ্যমন্ত্রীর রাত দখল এই নিয়ে আন্দোলনে নামছে তৃণমূল এই প্রসঙ্গে বক্তব্য
মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে শুয়ে থাকলেন না বাড়িতে থাকলেন তাতে কি যায় আসে। পশ্চিমবঙ্গের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে পশ্চিমবঙ্গ কে রক্ষা করার জন্য। এমনিতেই তো তৃণমূল নেতাদের মাথায় হাত পড়ে গেছে দানা এই বাংলায় এলো না উড়িষ্যায় চলে গেল, পশ্চিমবঙ্গে এলে পড়ে তো দানাপানি হত।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের বিরুদ্ধে এবারে পাল্টা সংগঠন করা হচ্ছে জুনিয়র ডাক্তাররা বলছেন এটাও একটা থ্রেট কালচার এই প্রসঙ্গে বক্তব্য
তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে সব রকম ভাবেই ধ্বংস করার চেষ্টা করেছে। আরো নতুন নতুন চেষ্টা করবে। আমি এর আগেও বলেছি, গোটা রাজ্যজুড়ে প্রতিটি ক্ষেত্রে পুলিশ থেকে শুরু করে মেডিকেল কলেজ পর্যন্ত এমনকি শ্মশান পর্যন্ত থ্রেট কালচার চলছে। থ্রেট কালচার এই গোটা পশ্চিমবঙ্গে চলছে। কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে এই থ্রেট কালচারের জন্মদাতা।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শিশু বদলের অভিযোগ প্রসঙ্গে বক্তব্য
এখানে সরকারের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। এই রাজ্যে কুকুর বিড়ালের ডায়ালসিস থেকে অনেক কিছুই দেখতে হবে আমাদের।