কুমার মাধব ;: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: মালদার গাজলে শুট আউট।মৃত এক। গুলিবিদ্ধ এক কর্মচারী। আহত আরো এক। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গাজলের আলালে মদের দোকান থেকে লক্ষাধিক টাকা নিয়ে ফিরছিলেন দুই কর্মচারী।
সেই সময় ৮১ নম্বর জাতীয় সড়কের উপর তাদের পথ আটকে মারধর করা হয় বলে অভিযোগ। টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ মৃত যুবকের নাম চিন্ময় বারুই।আহত হয়েছেন প্রসেনজিৎ মোদি নামে আরো এক যুবক।আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনটি মোটর বাইক করে ছয় জন দুষ্কৃতি ৮১ নম্বর জাতীয় সড়কে স্কুটিতে করে আসা ২ যুবকের পথ আটকায়। এরপর মারধর করা হয় টাকার ব্যাগ দিতে অস্বীকার করায় চালানো হয় গুলি। যদিও ছিনতাই করতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। আইন-শৃঙ্খলা এই রাজ্যে রয়েছে পাল্টা দাবি জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসুর।এদিকে একের পর এক ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।