কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৬,জানুয়ারি :: মালদার গাজোলে রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত পাটের গোডাউন,ও গোয়াল ঘর। ৪ টি গবাদি ছাড়াও পুরে ছাই ২ টি মোটর বাইক এবং বিভিন্ন আসবাব পত্র। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাত্রি দুটো নাগাদ ।
এরপর স্থানীয়দের চেষ্টায় ৫ টি পাম্প মেশিন চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।দমকলকে ফোন করা হলেও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, দমকল এলে ওই গৃহস্থের বাড়ি বা গোডাউনে অগ্নিকাণ্ডে বড়সড়ো ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যেত ।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা বলে দাবি বাড়ীর মালিকের। এদিন ভস্মীভূত হয়ে যাওয়া ঘটনায় গাজোলের বিধায়ক, চিন্ময় দেব বর্মন,পরিদর্শন করেন। দুঃখ প্রকাশ করেন। তাদের সবরকম সাহায্য সহ পাশে থাকার আশ্বাস দিয়েছেন।