নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৫,জানুয়ারি :: মালদার গাজোল পঞ্চায়েত সমিতি এবং গাজোল উৎসব কমিটির উদ্যোগে পাঁচদিন ব্যাপী গাজোল উৎসবের সূচনা হলো। উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ মৌসুম নূর, মালদা জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন
রাজ্য ভূমি, এবং ভূমি সংস্কার পুনর্বাসন চেয়ারম্যান রণজিত সরকার সহ অন্যান্যরা। এদিন আদিবাসী নৃত্যর মধ্য দিয়ে ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পতাকা উত্তোলনের ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ব্লক ক্যাম্পাস থেকে গাজোল জুড়ে পথযাত্রা করা হয়। স্কুলের পড়ুয়ারা তাতে অংশ নেয়।
ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে, পাঁচ দিনে একাধিক অনুষ্ঠান সেখানে হবে। রাজ্যসভার সাংসদ মৌসম নূর বলেন, প্রতিবছর এখানে আসি, খুব ভালো অনুষ্ঠান হয়। এবারও ভালো হবে আশা করি।