নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ০৩,অক্টোবর :: মালদার চাঁচলে যাত্রীবাহী ফোরামের গাড়ি চালকদের আন্দোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটল মঙ্গলবার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সহ কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা। সোচ্চার হলেন বহিরাগত টোটোর দৌরাত্ম্য বন্ধের দাবীতে।
সেই সঙ্গে পুলিশি জুলুমবাজির অভিযোগ তুলে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন চাঁচল-৮১নং জাতীয় সড়কে। জানা গিয়েছে যাত্রিবাহী ফোরামের অভিযোগ, বহিরাগত টোটোর দৌরাত্ব বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরুদ্ধ করে অবস্থান বিক্ষোভ করে। অটো, ম্যাক্সিমো ও মিনিবাস চালকেরা জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ অবস্থান করে।
বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি থেকে শুরু হয় হাতাহাতি।মঙ্গলবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচল সদরে।প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ থাকে চাঁচলের ৮১ নং জাতীয় সড়ক।বহিরাগত টোটোর দাপটে শিকেয় উঠেছে তাদের ব্যবসা। ফোরামের দাবি ঋণ গাড়ি চালিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।