কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: ডক্টর নিস্তার আলী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, ও পুকুরিয়া থানার পুলিশ প্রশাসনের নেতৃত্বে রতুয়া ২ নম্বর ব্লকের পুকুরিয়া থানার পার্শ্ববর্তী এলাকায় ক্যাম্প করে প্রায় কয়েকশো পরিবারের হাতে বস্ত্র তুলে দিলেন রবিবার। ডক্টর নিস্তার আলী ওয়েলফেয়ার সোসাইটির সদস্য জানান সারা বছর তারা বিভিন্ন এলাকা ঘুরে ক্যাম্প করে দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন।
অন্যদিকে পুকুরিয়া থানার পুলিশ আধিকারিক গৌতম চৌধুরী জানান রবিবার বস্ত্র দান শিবিরে প্রায় 300 পরিবারকে শুভ কালীপূজার প্রাক্কালে বস্ত্র তুলে দিতে পেরে খুশি। এই মুহূর্তে সেথানে উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার পুলিশ প্রশাসনসহ আধিকারিকেরা।