নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৬,মার্চ :: মালদার ভুতনীতে খুড়তুতো দাদার হাতে ভাই খুন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইকে। এছাড়াও হামলায় নিহতের পরিবারের আরও চারজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার ভূতনী থানার গোবর্ধনটোলা এলাকায়। জানা গেছে, নিহতের নাম কমল মন্ডল। বয়স ৪৩ বছর। তিনি ছিলেন ভূতনীর দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারী তথা তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য।
জানা গেছে, কমল মন্ডলের পরিবারের সঙ্গে তার খুড়তুতো দাদা ফেকন মন্ডলের পরিবারের জমিজমা সংক্রান্ত নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল। এরমধ্যেই শনিবার বিকালে ফেকন মন্ডলের ছাগল কমল মন্ডলের জমিতে ঢুকে পড়ে। যা নিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক গন্ডগোল ও মারপিটের ঘটনা ঘটে।
আর ঠিক তখনই দাদা ফেকন মন্ডল সহ তার পরিবারের লোকজনেরা মিলে ভাই কমল মন্ডলকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এছাড়াও হামলায় কমল মন্ডলের স্ত্রী সহ তার পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে কমলের স্ত্রীর, অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে এই খবর পেয়ে ভূতনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ ফেকন মন্ডল, তার স্ত্রী অনীতা মন্ডল ও ছেলে প্রবীর মন্ডলকে আটক করে। পরে গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।