কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৫,অক্টোবর :: মালদার রতুয়ার রামপুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলির পর গ্রাম থেকে উদ্ধার পাঁচ-পাঁচটি তাজা বোমা। শুক্রবার সাত সকালে গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে বোমা উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকায় ব্যাপক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে।
তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ায়। তারা একে, অপরকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, গোলাগুলি ও ইটপাটকেল চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ছয় তৃণমূল কর্মী গুরুতর আহত হন। ঘটনার পরপরই রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষের ঘটনায় জড়িত দুপক্ষের মোট দু জনকে গ্রেপ্তার করে।
এরপর শুক্রবার সকাল থেকে পুলিশ রামপুর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। ওই সময় পাঁচ-পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, যে পাঁচটি বোমা উদ্ধার হয়েছে তারমধ্যে তিনটি বোমা উদ্ধার হয় তৃণমূল কর্মী মোস্তফার বাড়ির পাশ থেকে এবং দুটি বোমা উদ্ধার হয় কংগ্রেস কর্মী সাদিকুল ইসলামের বাড়ির পেছন থেকে। তাই পুলিশ ওই দুজনের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।