নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: মালদার রতুয়ার হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হল তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী। তাদের তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করা বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো সোরগোল জেলার রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে মালদার রতুয়া থানার চাঁদমুণি-২নং গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর জখম হয় দুই নাবালক। তাদের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।