নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৩,জানুয়ারি :: তৃণমূলে বড়সড় ভাঙ্গন ধরালো মিম পার্টি।মালদার রতুয়া ১ নং ব্লকের সম্বলপুর অঞ্চলের প্রায় হাজার খানেক তৃণমূল সমর্থক পরিবার মিমে নাম লেখালেন বলে দাবী মিম নেতৃত্বের। রতুয়া ১নং মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের হাত ধরে মিমে যোগদান।
আসন্ন বিধানসভা নির্বাচনে রতুয়া বিধানসভার আসন তৃণমূল থেকে মিম ছিনিয়ে নেবে এমনই দাবি মিম নেতৃত্বের। মালদার রতুয়া ১ নং ব্লকের সম্বলপুর অঞ্চলে শুক্রবার মিমে যোগদান সভা হয়ে গেলো। পাশাপাশি এক বিশাল জনসভা ও মিম কার্যালয় উদ্বোধন ছিল। এতে নিম নেতৃত্বরা শাসকদল ও বিজেপির বিরুদ্ধে কড়া সুর চড়িয়েছেন।

