নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: মালদার রেল যোগাযোগ ব্যবস্থার মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেলেন মালদাবাসী। রবিবার মালদায় আনুষ্ঠানিক শুভারম্ভ হল সায়রং-আনন্দ বিহারগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ।
যা সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপি নেতা নীলাঞ্জন দাস সহ রেল প্রশাসনের আধিকারিকরা।
উল্লেখ্য, মালদা আগেই পেয়েছে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ। এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসেবে মিজোরামের সায়রং থেকে নিউ দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেল মালদা।
যা রবিবার মালদা টাউন স্টেশনে আনুষ্ঠানিক সূচনা করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি সবুজ পতাকা দেখিয়ে সায়রং-আনন্দ বিহারগামী নতুন রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের শুভারম্ভ করেন।
মালদাবাসীকে দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।