কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মোদি সরকারের সাফল্যের আট বছরের জন্য মালদার সাহাপুর সেতু মোড় থেকে বিজেপির মহামিছিল। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার |
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতা নেত্রীরা। রেলী শেষে মালদা দানার তাঁতি পাড়া মাঠে জনসভায় যোগদেন।
এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,রাজ্য স্বাস্থ্যসাথী বিশ্বাস করেন না পিসিমনি ভাইপো। তাই চোখের চিকিৎসা করতে দুবাই ছুটে গেলেন। রাজ্যের সরকারী হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ওপর ভরসা করে না পিসিমনি ভাইপো। চোখের অপারেশনে দুবাই গেলেন।
প্রাথমিক শিক্ষিক দূর্নীতি নিয়েও কোর্টে মামলা হবে। সিবি আই হবে। কোর্টে নির্দেশে ৫৫ ক্ষেত্রে সিবি আই তদন্ত করছে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে অনুব্রত সোকত মোল্লাদের ডেকে পাঠিয়েছে সিবি আই।
অন্য দিকে রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্র থেকে ১০০ দিনের জন্য কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে। আর সেই টাকায় গাছ লাগাতে চাইছে তৃণমূলের নেতারা। পায়খানা থেকে গাছ সবই খেয়ে নিচ্ছে এরা। এখন তো সবে কয়েকজনকে ডেকেছে সিবিআই। আরো অনেকে বাকি আছে।সবে চড়াম চড়ামের বক্তাকে ডেকেছে সিবিআই। আপনাদের জেলায় একজন তৃণমুলের সভাপতি আছেন, লাইব্রেরীতে চাকরি দেওয়ার নামে তার ছেলে জামাই টাকা তুলতে নেমে পড়েছে। পাল্টা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বলেন, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার প্রমাণ করে দেখাক।
রাজনীতি ছেড়ে দেব।সমস্ত পদ ছেড়ে দেবো।মিথ্যা আর কুৎসা করে রাজনীতি করছে বিজেপি। মানুষ ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে।