মালদার সাহাপুর সেতু মোড় ময়দানে কালীপূজা উপলক্ষে গো খেলা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার বিকালে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদার সাহাপুর সেতু মোর ময়দানে সাহাপুর ঘোষপাড়া উদ্যোগে ও কালীপূজা উপলক্ষে গো খেলা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার বিকালে । সাহাপুর ঘোষ পাড়া গো খেলার সংগঠনের সদস্য সুবল ঘোষ জানান :- তাদের এই গো খেলাটি এই বছর নয় প্রতি বছর গো খেলা অনুষ্ঠিত হয়ে থাকে এবারে ৭০ তম বছর পূর্তি হয় ।

এই গো খেলার প্রথমে একটি শুকর ছানা নিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে স্নান করিয়ে ধান সিঁদুর দুব্বা দিয়ে নিষ্ঠা ভাবে পূজা করে , তারপরে পাড়ার সকল গোয়ালাদের গরু মাঠে নিয়ে এসে, মাঠের মধ্যে শুকর ছানাটি গরুদের মাঝখানে ছেড়ে দেয়া হয় |

তারপর যার গরু সর্ব প্রথমে শিং দিয়ে ওই শুকর ছানাকে মারলে সেই প্রথম স্থান অধিকার করবে , এবং ওই গরুর গৃহস্থকে শ্রদ্ধা জানানো হবে। এই ভাবেই গোয়ালাদের পূর্বপুরুষের গো খেলাটি করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =