কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: জমি মাফিয়াদের মাটি বোঝাই লরি পিষে দিল এক বৃদ্ধকে। সোমবার সকালে ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজার থানার দৌলতপুর মুক্তিকলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম অশোক মজুমদার,বয়স সত্তর।
তিনি ইংরেজবাজারের বাগবাড়ি বাঁধ এলাকার বাসিন্দা। এদিন সকালে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি মাটি বোঝাই লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এলাকায় অবৈধ মাটি ভরাট করছিল জমি মাফিয়ারা। তাদের লরিতেই মৃত্যু। প্রায় তিনঘন্টা ধরে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার জমি মাফিয়ারা অবৈধ ভাবে জমি ভরাট করলেও নির্বিকার প্রশাসন।
প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয় জমি মাফিয়ারা। তেমনিই মাটি বোঝাই একটি লরি পিষে দেয় বৃদ্ধকে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।