কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: তিন কেজি সোনা ও ২১ লক্ষ টাকা নগদ সহ তিনজনকে গ্রেফতার করল শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগ। ধৃত ৩ জনের মধ্যে দুজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা একজন মালদার বাসিন্দা। সূত্রের খবর, মালদার ইংরেজবাজার এর যদুপুর এলাকায় ।
মোহাম্মদ মালিকের বাড়িতে গতকাল অভিযান চালায় শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। তাকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ দিনাজপুরে আরও দু’জনকে গ্রেফতার করে শুল্ক বিভাগ। সূত্রের খবর সোনা পাচারে যুক্ত এই তিন ব্যক্তি।
