মালদায় নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস – গর্ভপাত করানোর চেষ্টা – পকসো আইনে থানায় অভিযোগ

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠলো বৈষ্ণবনগর থানার অন্তর্গত বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের ধুলাউরি গ্রামে ।নাবালিকার পরিবারের অভিযোগ, প্রায় তিন বছর ধরে স্থানীয় স্বাধীন মন্ডলের ছেলে সঞ্জীব মন্ডল নাবালিকাকে ফুঁসলিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে ।

এরপর নাবালিকা যখন বুঝতে পারে সে গর্ভবতী হয়ে পড়েছে তখন সে ওই অভিযুক্ত যুবককে বিষয়টি জানালে যুবক অস্বীকার করে এবং গর্ভপাত করানোর কথা বলে ।নাবালিকার ‌পরিবারের আরও অভিযোগ, এরপরই গত বুধবার রাতে নাবালিকাকে সঞ্জীব তার বাড়িতে ডেকে পাঠায় । নাবালিকা সেখানে গেলে তাকে সঞ্জীব ও তার পরিবারের লোকেরা বোঝানোর চেষ্টা করে এবং গর্ভপাত করানোর জন্য বলে ।

নাবালিকা তাদের কথায় সায় না দেওয়ায় তাকে তারা চেপে ধরে এবং মেঝেতে ফেলে দিয়ে জোর করে গর্ভপাত করানোর ওষুধ খাওয়ানোর চেষ্টা করে । নাবালিকা চিৎকার করতে শুরু করলে নাবালিকার বাড়ির লোকেরা নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে ।এরপর তারা থানার উদ্দেশ্যে রওনা দেয় ।  অভিযুক্তের বাড়ির লোকজন নাবালিকার বাড়ির লোকজনকে থানা‌ যেতে বারণ করে এবং থানায় যেতে গেলে প্রানে‌ মেরে দেবে বলে হুমকি দেয় ।

এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার অভিযোগ পাওয়ার পর‌ই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পক‌সো অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ।যদিও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি বলেই জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =