মালদায় নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ : : মালদা :: নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। শুধু তাই নয় মহিলা গ্ৰাহকদের ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ রেশন ডিলার গোপাল আগরোয়ালের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে মালদহের হরিশচন্দ্রপুর থানা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে।

এমনটাই ঘটনা ঘটেছে হরিশচন্দ্রপুর থানা এলাকার বারুদুয়ারী গ্ৰামে। অভিযোগ পোকা দেওয়া চাল এবং আটাও নিম্নমানের। খেলে কিচকিচ করে। এদিন লাইনে দাঁড়াতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। রেশন নিতে আসা মানুষদের অভিযোগ ৪০ জনের বেশি রেশন দেওয়া হবে না। এই ফতোয়া জারি করেন রেশন ডিলার গোপাল আগারওয়াল।

এমনিতেই মাসে একদিন দুদিনের বেশি দোকান খোলেন না রেশন ডিলার। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রেশন নিতে আসা গ্ৰহিতারা। পরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সব অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার গোপাল আগরওয়াল। রেশন ডিলারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর ২ ব্লক বিডিও বিজয় গিরিকে অভিযোগ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। অভিযোগ পেয়ে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও বিজয় গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + fifteen =