কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো দুই শতাধিক কর্মী সমর্থক।বিভিন্ন দল ছেড়ে আসা কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
বুধবার রাতে পুরাতন মালদার সাহাপুর বাজারপাড়া এলাকায় জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে তৃণমূলে যোগদান সভায় উপস্থিত ছিলেন, রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অঞ্চল কমিটির সম্পাদক রবিন দাস,স্থানীয় তৃণমূল নেতা চিন্ময় কুন্ডু, বিশ্বনাথ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দলত্যাগীরা। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, পুরাতন মালদার বিজেপির প্রতিনিধিরা কোন উন্নয়ন করতে পারছেন না। পানীয় জল, রাস্তা সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন এলাকার মানুষ।
তৃণমূল সরকারের উন্নয়নের শামিল হতে বিজেপি এবং অন্যান্য দল ছেড়ে দুই শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পুজো কমিটির সদস্য চিন্ময় কুন্ডু বলেন, স্থানীয় বিজেপি পঞ্চায়েত কোন কাজ করছে না এলাকার কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। তাই এলাকার উন্নয়নের দাবিতে আমরা এলাকার মানুষ বিজেপি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলাম