কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি মালদহের রতুয়া দু’নম্বর ব্লকের ডেপুটেশন দিলেন ভারতীয় জনতা পার্টির সদস্যরা।এদিন তারা মিছিল করে ১২ দফা দাবি নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক হাতে স্মারকলিপি তুলে দেন।
বিজেপির অভিযোগ সরকারের পক্ষ থেকে বলা হয় যে ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্র করা হয়েছে সেখানে কৃষকেরা ফসলের সঠিক মূল্য পাচ্ছে না। শাসকদলের মদতে দুর্নীতি করছে ফড়েরা বা রাইস মিলের মালিকেরা। সঙ্গে সার নিয়ে হচ্ছে ব্যাপক কালো বাজারি।
চাষের জন্য সঠিক বীজ পাচ্ছে না কৃষকেরা। ফসল সংরক্ষণের জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থা। তাই দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। এই মর্মেই এদিন ডেপুটেশন প্রদান করা হয়। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।