কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মোষের আক্রমণে জখম দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার বুনসাক ডোল এলাকায়। জানা গেছে জখম দুই ব্যক্তির নাম অতুল রাজবংশী এবং গোপাল রাজবংশী।
বর্তমানে তারা দুই জনই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় শুক্রবার সকালে বাড়ির পাশেই একটি মোষের আক্রমণে তারা দুইজন জখম হয়। এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।