মালদা ইসকনের উদ্যোগে রথযাত্রার সূচনা।

কুমার মাধব :: :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার বিকেল তিনটা নাগাদ মালদা শহরের নেতাজি মোড় এলাকা থেকে রথ যাত্রার সূচনা করা হয়। গত দুই বছর করোনা আবহে বিধি নিষেধ ছিল রথযাত্রাতেও। করোনা আবহাওয়া কাটিয়ে এবছর মালদা শহরের রাস্তায় গড়ালো রথের চাকা। মালদা ইসকনের উদ্যোগ প্রতিবারের ন্যায় এ বছরও তিনটি রথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কে নিয়ে রথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে নাম সংকীর্তন শুরু করেন ভক্তরা।

হাজার হাজার ভক্তের ভিড় জমে নেতাজি মোড় এলাকায়। কথিত রয়েছে রথ যাত্রার দিন রথের দড়ি ধরে টানলে পূণ্য অর্জন হয়।মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ নিয়ে আসা হয় নেতাজি মোড় এলাকায়। এরপর সেই বিগ্রহ রাখা হয় তিনটি রথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অলক রাজোরিয়া, জেলা শাসক নিতিন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব |

এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী , মালদা ইসকনের প্রধান সেবায়েত ব্রজরাজ কানাই দাস সহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =