নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদা এসে পৌঁছালেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মালদা টাউন স্টেশন থেকে সরাসরি গাড়িতে করে এসে পৌঁছালেন মালদা শহরের এলআইসি মোড় এলাকায় সার্কিট হাউজে।
সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান নেতৃত্বরা। উল্লেখ্য আজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে দুই ব্যাপী মালদা সহ দুই দিনাজপুরের ২৪টি কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ইন্টার কলেজ স্পোর্টস মিট-২০২৫। সেখানে সরাসরি যোগ দিবেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।