নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদা জেলাতেও ভারত জোরো যাত্রার দুই দিনের কর্মসূচি।
গত ৭ সেপ্টেম্বর থেকে রাহুল গান্ধী শুরু করেছেন ভারত জোরো যাত্রা। শেষ হবে ৩০ জানুয়ারি।
কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান তুলে সাগর থেকে পাহাড় যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মালদা জেলাতেও কেন্দ্র এবং রাজ্যের জনবিরোধী নীতির বিরোধিতায় শুরু হবে কংগ্রেসের ভারত জোরো যাত্রা।
মঙ্গলবার কংগ্রেসের জেলা কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক বৈঠক করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ঈশা খান চৌধুরী। এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
সাংবাদিক বৈঠকে ইশা খান চৌধুরী বলেন, আগামী ১৬ এবং ১৭ জানুয়ারি মালদা জেলাতেও অনুষ্ঠিত হবে ভারত জোড়ো যাত্রা। ১৬ তারিখ বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় থেকে শুরু হবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, সাংসদ আবু হাসান খান চৌধুরী সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব। ১৭ তারিখে পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায় শেষ হবে পদযাত্রা। সেখানে একটি প্রকাশ্য সভার আয়োজন করা হবে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিভিন্ন দুর্নীতির বিরোধিতায় যাত্রা শুরু করেছেন সাগর থেকে পাহাড়। জেলা কংগ্রেসের উদ্যোগেও মালদা জেলাতে দুইদিন ভারত জোড়ো যাত্রার কর্মসূচি পালন করা হবে।