মালদা জেলার দুই পুরসভার চেয়ারম্যন ঘোষনা করলেন জেলা সভাপতি

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মালদা জেলার দুই পুরসভার চেয়ারম্যন ঘোষনা করলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এছাড়াও ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান হলেন সুমালা আগরওয়াল ও পুরাতন মালদার পৌরসভার ভাইস চেয়ারম্যান হলেন শফিকুল ইসলাম (নেপু) ।

ইংরেজবাজার পৌরসভা চারজন সিআইসি হলেন শুভময় বসু, গায়ত্রী ঘোষ, নিবেদিতা কুন্ডু, ও অশোক সাহা। জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন |

রতুয়ার বিধায়ক সমর মুখার্জী, হরিশ্চন্দ্রপুর এর বিধায়ক তাজমুল হোসেন, বৈষ্ণবনগর এর বিধায়ক চন্দনা সরকার, জেলার শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্যাল সহ নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =